কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী বিয়ার ও হুইস্কিসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। শনিবার রাতে সদর ইউনিয়নের চাইল্যাতলী ব্রিজের সামনে থেকে বিয়ার ও হুইস্কিসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন, টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার মোঃ ইসমাইলের ছেলে মোঃসাদেক(১৯)।
এদিকে রবিবার সকালে র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান,সদর ইউনিয়নের চাইল্যাতলী ব্রিজের পশ্চিম পাশে সড়কে মাদক ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২শ' ৫৪ ক্যান বিয়ার ও ২৪ বোতল হুইস্কিসহ এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিয়ার ও হুইস্কি আনুমানিক মূল্য ১লাখ ৭৫হাজার টাকা। উদ্ধার বিয়ার ও হহুইস্ককিসহ আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ