বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রবিবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রাতষ্ঠা বার্ষিকী পালিত হয়। এই উপলক্ষে দুপুর ১২টায় জেলা জাতীয়তাবাদী যুবদল নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম জাকারিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, শাহনাজ খাতুন, দেলশাদ তাহমিনা প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ