চাঁপাইনবাবগঞ্জে গত চারদিন ধরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত ৪৮ জন রোগি হাসপাতালে ভর্তি হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল ইসলাম জানান, বুধবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত চার দিনে ৬৭২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এদের মধ্যে এখন ১০৫ জন রোগি বর্তমানে ভর্তি রয়েছে। অন্যরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
পৌরসভার সরবরাহকৃত পানি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হওয়া অধিকাংশই হরিপুর, উপর রাজারামপুর, নামোরাজারামপুর ও দ্বারিয়াপুর এলাকার নারী-পুরষ। এদিকে, আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু কর্ণারকে ডায়রিয়া কর্ণার ঘোষণা করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে নার্স ও চিকিৎসকরা।
হাসপাতালে স্যালাইন সংকট থাকায় ইতিমধ্যে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা রোগিদের জন্য স্যালাইন কিনে হাসপাতালে সরবরাহ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আক্রান্ত এলাকার পানি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ