মানিকগঞ্জে পুলিশের বাধায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি দলীয় নেতাকর্মী। রবিবার সকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপি কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে অবস্থান নেয় পুলিশ। যুবদলের নেতাকর্মীরা সেখানে সমবেত হতে চাইলে তাদের তাড়িয়ে দেয়া হয় বলে নেতাকর্মীরা অভিযোগ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করার কথা ছিল বলে জানান জেলা যুবদলের সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকু। তিনি আরও বলেন, গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চাইলেও পুলিশ বাধা দেয়। তারা অফিসের সামনেও দাঁড়াতে দেয়নি। আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী মোশতাক হোসেন দিপুসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা ছিল। এ কারণে যুবদলকে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।
বিডি-প্রতিদিন/শফিক