জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে নীলফামারী পৌরসভার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নীলফামারী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এতে বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, সচিব মশিউর রহমান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য নুর জাহান বেগম, ওয়ার্ড সদস্য বাদশা আলমগীর ও টিকাদানকারী তাজুল ইসলাম। সভা সঞ্চালনা করেন টিকাদানকারী বিভাগের পরিদর্শক ফরিদ আহমেদ। এর আগে, বর্ণাঢ্য একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন দফতরের কর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/শফিক