কিশোরগঞ্জে বাসচাপায় মুন্না (১২) নামে এক সাইকেল আরোহীর প্রাণহানি হয়েছে। মুন্না সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্নার পিতা নাজিম উদ্দিন একটি মামলায় জেল-হাজতে রয়েছেন। রবিবার আদালতে তার জামিন শুনানির দিন ধার্য ছিল। পিতাকে দেখার জন্য সাইকেলে করে মুন্না আদালতে যাচ্ছিল। পথিমধ্যে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বড়পুলস্থ মাছের আড়তের সামনে অনন্যা সুপারের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে।
বিডি-প্রতিদিন/শফিক