শরীয়তপুরের জাজিরা থানাধীন পদ্মা নদী হতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ করার অপরাধে ২৫ জেলেকে আটক করা হয়েছে।
শনিবার র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিশ্বজিৎ বৈরাগী, জেলা মৎস্য কর্মকর্তা শরীয়তপুর মো. মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি), জাজিরা, শরীয়তপুরের এই যৌথ অভিযানে বিপুল পরিমাণ মা ইলিশ, কারেন্ট জাল ও স্পিডবোট জব্দ করা হয়।
এ সময় আটক জেলেদের কাছ থেকে ২০০ কেজি মা ইলিশ (আনুমানিক মূল্য ৫ লাখ টাকা) ও ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল (আনুমানিক ৪০ লাখ টাকা) ও ১৩টি স্পিডবোট (আনুমানিক মূল্য ৫২ লাখ টাকা) উদ্ধার করা হয়। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি), জাজিরা, শরীয়তপুর, বাংলাদেশ দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক ১৫জন জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ জন জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং স্পিডবোট জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম