নোয়াখালীতে পুলিশের কড়া বেষ্টনিতে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব চত্বরে ও সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা বিএনপির সভাপতি এজেডএম গোলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার বিরোধী দলকে গায়েল করার চেষ্টা করছে। বিরোধী দলের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করছে। কোনও প্রকার শান্তিপূর্ণ মিছিল-মিটিংও করতে দিচ্ছে না। পুলিশ দিয়ে হয়রানি করছে।
সকল প্রতিবন্ধকতা পেরিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে বলেও ঘোষণা দেন তারা।
এর আগে, সকালে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন দলীয় নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/কালাম