বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা যুবদল। রবিবার দুপুরে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদের সভাপত্বিতে প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক এমপি শেখ মজিবর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এটিএম আকরাম হেসেন তালিম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, জেলা যুবদল নেতা মাসুদুর রহমান, রাশেদ কামাল, জেলা শ্রমিক দল নেতা সেলিম ভূঁইয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক