তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ ও সাবেক উপ-মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর আর নেই। (ইন্না লিল্লাহি.. রাজিউন)।
রবিবার সকালে অসুস্থ হয়ে পড়লে পৌনে ৯টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। হুমায়ুন কবীর স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
আগামীকাল সোমবার বাদ জোহর জেলা ঈদগাহ ময়দানের জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৭ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপ-মন্ত্রী হন।
বিডি-প্রতিদিন/শফিক