ময়মনসিংহয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে মহানগর যুবদলের চার নেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে পুলিশী বাধার মুখে নগরীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর যুবদল পৃথক পৃথক মিছিল করে। পরে দলীয় কার্যালয়ের সামনে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, মহনগর সভাপতি মোজাম্মেল হক টুটু ও সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল।
বিডি-প্রতিদিন/শফিক