খাগড়ছড়ির পৌর শহরের টিএনটি গেইট স্কুল এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্টেটদের বহনকারী মাইক্রোবাসের নিচে চাপা পড়ে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম রুপসানা আক্তার রাফি।
আজ রবিবার এ ঘটনা ঘটে। রাফি টিএনটি গেইট এলাকার বাদলের মেয়ে। মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে।
খাগড়ছড়ি সদর থানান ওসি আব্দুর রশিদ জানান , জুডিশিয়াল ম্যাজিস্টেটদের বহনকারী মাইক্রোবাসটি দেড় বছরের এক শিশুকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। তবে চালককে পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়ছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ