পঞ্চগড়ে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো মিছিল বের করতে দেয়নি পুলিশ। রবিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে ব্যানার নিয়ে আনন্দ মিছিল বের করতে চেষ্টা করলে কার্যালয়ে প্রধান ফটকের সামনেই তাদের গতিরোধ করে পুলিশ।
পরে বাধ্য হয়ে সেখানে পথসভা করে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শেষ করে দেন যুবদলের নেতাকর্মীরা। পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সদস্য সচিব নুরুজ্জামান বাবু। এ সময় বক্তারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/শফিক