ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সুনীল রায় (৭০) লাশের সৎকার করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে বলে জানা গেছে। রবিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। সুনীল রায় পেশায় লন্ড্রি ব্যবসায়ী ছিল। তার তিনটি মেয়ে রয়েছে।
জানা যায়, রবিবার সকালে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের গোসাই ধোপার সৎকারের কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি ফিরছিল। মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের চতুল গ্রামের চিতাঘাটা নামকস্থানে পৌঁছালে একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে আনলে কতর্বরত চিকিৎসক ডা. নুর ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক