ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। ৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারাদেশে নদীতে ইলিশ মাছসহ সব ধরনের মাছ ধরা সরকার নিষিদ্ধ করে।
এ নিষেধাজ্ঞা অমান্য করে আশুগঞ্জে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ কারেন্ট এবং বেড়ী জাল দিয়ে মাছ ধরার খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
রবিবার সকাল ৭টা থেকে আশুগঞ্জের মেঘনা নদীর সৈয়দ নজুরুল ইসলাম সেতু থেকে উপজেলার লালপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন। দুপুর বেলা ১২টা পর্যন্ত প্রায় ৭০ হাজার অবৈধ কারেন্ট এবং বেড়ী জাল জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক