স্কাউট সৃজনশীল শিক্ষা দেয় এ কথা উল্লেখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, লেখাপড়ার পাশাপাশি ভাল মনের ও পরোপকারী মানুষ হতে সাহায্য করে স্কাউট। ফলে স্কাউট যারা করে তারা দেশপ্রেমিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠে। আর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ধর্মের অপব্যাখ্যা রুখতে স্কাউটদের এগিয়ে আসতে হবে।
রবিবার সকালে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর শিক্ষা নগরী মাঠে ২য় আঞ্চলিক কাব ক্যাম্পুরী’র ছুটির আনন্দ (কাব কার্নিভাল) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি এসব কথা বলেন।
বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতি মো. ইউনুস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট দিনাজপুর অ লের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন