অপহরণের প্রায় তিন বছর অতিক্রান্ত হলেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্রী রূপালী পারভীনের। অসহায় পিতা মাতা মেয়েকে উদ্ধার, অপহরণকারীদের শাস্তি ও পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ২৭ অক্টোবর রবিবার দুপুরে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে।
জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী ও দিনমুজুর মুনসুর শেখের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া কন্যাকে ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের আদেল শেখের বখাটে ছেলে শাকিল শেখ ও তার সহযোগী তারিকুল, মিন্টু শেখ, ইউসুফ শেখ।
এ ব্যাপারে রূপালী পারভীনের পিতা মুনসুর শেখ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ফরিদপুরে ২০১৭ সালের ৩ অক্টোবর একটি নালিশী মামলা দায়ের করেন। মামলা নং ৩৪৩/১৭। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর এর এসআই (নিঃ) মো. বাবুল হোসেনকে। শাকিল ছাড়া মামলার অপর তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনে এসে মামলাটি তুলে নেয়ার জন্য বাদীকে প্রাণনাশের চেষ্টা চালায়। নানাভাবে হুমকি দিলে বাদী মুনসুর ১০৭/১১৭সি ধারায় আদালতে আরেকটি মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত ধরাছোয়ার বাইরের রয়েছে অপহরণকারী দলের মূলহোতা শাকিল শেখ। অপরদিকে আসামিরা প্রভাবশালী হওয়ায় নানা ষড়যন্ত্রে ফাঁসানোর চেষ্টা করেছে অপহৃত মেয়েটির পরিবারকে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, আমি সদ্য এ থানায় যোগদান করেছি। বাদীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন