'দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'-এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে।
আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, সমবায় কর্মকতা কামরুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমূখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ