নেত্রকোনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় অজহর রোডের নেত্রকোনা ষ্টেশন কার্যালয়ে এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
এর আগে ষ্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী।
রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে সচেতন করার লক্ষ্যে কী করে ভূমিকম্প, বিল্ডিং ধস ও আটকে থাকাদের উদ্ধার করা হয় এই মহড়া পরিচালনা করেন ষ্টেশনের সহকারি উপ পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ সাইদুল্লাহ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ