জামালপুর শহরের শেকেরভিটা রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান, শুক্রবার দুপুরে জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন শেখেরভিটা রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই অজ্ঞাত এক বৃদ্ধের মুত্যু হয়।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ