দুই হাজার দুইশ ইয়াবাসহ লাভলী আক্তার (২৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। তিনি চাঁদপুর শাহরাস্তি উপজেলার উনখিলা গ্রামের আবদুর রহিমের স্ত্রী। আজ শুক্রবার উনখিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাবের একটি দল উনখিলা গ্রামের মোঃ আব্দুর রহিমের ঘরে গিয়ে ইয়াবাসহ তার স্ত্রী লাভলী আক্তারকে গ্রেফতার করে। এসময়ে তার কাছ থাকা দুই হাজার দুইশ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি লাভলী আক্তার মাদক ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন কাজ করছে বলে স্বীকার করেছে। এ বিষয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ