এসডিজি-৪ এবং জাতীয় শিক্ষানীতির আলোকে সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত অভিষ্ঠ ও লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শুক্রবার বিকেলে নোয়াখালীতে শিক্ষা ক্যাডারের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আল হেলাল মো. মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক প্রফেসর মো. শাহেদুল কবির চৌধুরী।
অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন পরিচালক প্রফেসর সিরাজুল ইসলাম খান, পরিচালক প্রফেসর সমসের চৌধুরী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব ড. মো. লোকমান ভূঁইয়া, কেন্দ্রীয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ফেনী শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শামীম আকতার প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক