নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিক্ষার্থীসহ আরো দুইজন।
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গুয়াতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম রিপা খাতুন (১৫)। সে উপজেলার রহমতপুর গ্রামের রিপন সরদারের মেয়ে। এ ঘটনায় রিপার বাবা রিপন সরদার ও ওই মোটরসাইকেলে থাকা রিপার এক বান্ধবীও আহত হয়েছে।
রানীনগর থানার ওসি জহুরুল ইসলাম জানান, উপজেলার গুয়াতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিপা খাতুন তার বাবার মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। ওই মোটরসাইকেলে আরেক বান্ধবী ছিল। পথে গুয়াতা বাজার এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে রিপা খাতুন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আর আহত অপর বান্ধবীকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল