১৯ নভেম্বর, ২০১৯ ১৯:২৮

'জনগণের নজর অন্যদিকে সরিয়ে নিতে দ্রব্যমূল্য বৃদ্ধি'

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

'জনগণের নজর অন্যদিকে সরিয়ে নিতে দ্রব্যমূল্য বৃদ্ধি'

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া- (৬) সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেছেন, পিয়াজ চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সরকারের সৃষ্টি। দুর্নীতি থেকে জনগণের নজর অন্যদিকে সরিয়ে নিতে সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির এ অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেছে। এরা জনগণের পকেট কেটে সম্পদের পাহাড় গড়ছে। 

মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের নবাব বাড়ীস্থ পজলা বিএনপি কার্যালয়ের সামনে পিয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন কালে তিনি এ কথাগুলো বলেন।

জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার আহবায়ক আকরাম হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, রেজাউল করিম বাদশা এম.আর ইসলাম স্বাধিন, কে এম খায়রুল বাশার, সহিদ উন নবী ছালাম, ওমর ফারুক খান, মাফতুন আহম্মেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন, মণিরুজ্জামান মণি, খাদেমুল ইসলাম খাদেম, সাইফুল ইসলাম বাবলু, মাশারফ হোসেন খোকন প্রমুখ।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর