আজ ২৪ নভেম্বর। ঢাকার সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টসে আগুন লাগার সাত বছর পূর্তি। ২০১২ সালের এই দিনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হয় আরও অনেক শ্রমিক।এই ট্র্যাজেডিকে হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা।
আজ রবিবার সকালে তাজরীন গার্মেন্টস এর সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা এবং নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। পরে তারা তাজরীন গার্মেন্টস এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে এসময় শ্রমিক সংগঠনের নেতারা অবিলম্বে তাজরীন গার্মেন্টস এর মালিক দেলোয়ারের ফাঁসি ও নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে দাবি জানান।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন গার্মেন্টস এর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা