২৬ নভেম্বর, ২০১৯ ১৬:২৯

বিরামপুরে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি:

বিরামপুরে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গমের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়।

বিরামপুর কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান, গমের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ২৯০জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি হারে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বিরামপুর উপজেলা কৃষি চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পালের সভাপতিত্বে উপকারভোগী কৃষকদের মাঝে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর