লালমনিরহাটের পাটগ্রামে শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত। এর আগে সোমবার আওয়ামী লীগের সম্মেলনের আগে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আসন্ন লালমনিরহাট জেলা সম্মেলন ঘিরে উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম ও রফিকুল আলম সভাপতি পদে প্যানেল দেন। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন সম্মেলনস্থলে উপস্থিত হওয়ার আগে সভাপতি পদের দুই গ্রুপের শ্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষ বাঁধে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে অন্তত ৩০ নেতাকর্মী আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়লে পাটগ্রাম থানার এসআই আশরাফুল, কনেস্টবল দিবস কুমার ও শাহাদৎ রহমান আহত হন। আহত তিন পুলিশকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান বাদী হয়ে শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাশেম ও সভাপতি প্রার্থী রফিকুল ইসলামসহ ৫ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করেছেন। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত জানান, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনের সংঘর্ষের ঘটনায় ৫ শতাধিকে আসামি করে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক