৭ মাসের বকেয়া বেতনের দাবিতে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের (সেচিক) ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঘেরাও করেছে সেতাবগঞ্জ চিনিকলের ১৪টি ফার্মের মৌসুমী শ্রমিক কর্মচারীরা।
আজ বুধবার সকাল ১০টায় সেতাবগঞ্জ চিনিকলের আওতায়ধীন ১৪টি ফার্মের গার্ড ও ডে লেবাররা তাদের ৭ মাসের বকেয়া বেতনের টাকা জন্য চিনিকলে একত্রিত হয়ে এমডির কার্যালয়ে গিয়ে বকেয়া বেতন পরিশোধের দাবি জানায়। এক পর্যায়ে শ্রমিকরা এমডির কার্যালয়ে প্রবেশ করে তাদের বকেয়া টাকা পরিশোধের জোর দাবি জানান।
এসময় উত্তেজিত শ্রমিকরা জানান, তারা প্রায় ৭ মাস বেতন না পেয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন অথচ মিলের অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ঠিকই বেতন পাচ্ছেন বলে অভিযোগ করেন।
এসময় সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থপনা পরিচালক আব্দুল লতিফ তাদের আশ্বস্ত করে বলেন, কর্পোরেশনে কোন অর্থ বরাদ্দ না থাকায় বকেয়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে চিনিকলের শ্রমিক ইউয়িনের সভাপতি প্রশান্ত চৌহান জানান, শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য দ্রুত টাকার ব্যবস্থা করা হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ