সরকার প্রকৃত আমন চাষীদের কাছ থেকে সরাসরি আমন ধান কেনার জন্য নির্দেশনা দিলেও ঠাকুরগাঁওয়ে ২০১৪ সালের চাষীদের নামের তালিকা দিয়ে লটারি সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ১১ টায় সদর ঠাকুরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে লটারির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল কুমার রায়, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দীন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্জ তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় প্রমুখ। লটারি অনুষ্ঠানে জেলা শহরের বেশিরভাগ সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন