বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে ভোলায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সময় জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে অতি দ্রুত ‘বৈষম্য বিলোপ আইন’ প্রণয়নসহ ৮ দফা দাবি জানানো হয়।
আজ সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) নামের একটি সংগঠন। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মনববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের ভোলা জেলা সভাপতি চন্দ্র মোহন সিডু, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল রবিদাস প্রমূখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ