নওগাঁর ধামইরহাটে ট্রাক চাপায় জুনায়েদ আহমেদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আগ্রাদ্বিগুন-মধইল সড়কের লোদীপুর নামক স্থানে ঘটনা ঘটে। নিহত জুনায়েদ উপজেলার লোদীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ