মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর হাসপাতাল চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি বাসস্ট্যান্ড সড়ক হয়ে জেলা পরিষদে এসে শেষ হয়। এরপর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর আয়োজিত এই আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম