মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের শিবালয় উপজেলার নবগ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফঁড়ির ট্রাফিক পরিদর্শক ইয়ামিন-উদ-দৌলা জানান, ঢাকাগামী কলা ভর্তি একটি পিকআপ ভ্যান নবগ্রাম এলাকায় মা (৩৫), শিশু কন্যা (৭)-কে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় পিকআপ ভ্যানটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম