‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর নেত্রকোনায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি ২০৩০) বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই অ্যাডভোকেসি সভার আয়োজন করে।
এতে সভায় স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোনা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মতিউর রহমান। সভায় অন্যদের মধ্যে নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক