নদীতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর কুমিল্লার মুরাদনগরে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের গোদারাঘাট এলাকার গোমতী নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
সাদ্দাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার রহমতাবাদ গ্রামের মৃত জেবাল হকের ছেল। তিনি বালু বহনকারী একটি ট্রলারের মাঝি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, মাঝি সাদ্দাম হোসেন জেলার দাউদকান্দি থেকে বালুবাহী ট্রলার নিয়ে গোমতী নদী দিয়ে উপজেলার কোম্পানীগঞ্জে বালু নামিয়ে দেয়। পরে সে আবার দাউদকান্দি ফেরার পথে সোমবার রাত ৮টা ৪৫মিনিটে গোদারাঘাট এলাকায় নৌকা পারাপারের জন্য বেঁধে রাখা রশিতে আটকে চলন্ত ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। সে সময় ট্রলারে থাকা অন্য শ্রমিকরা ঘটনাটি টের পেয়ে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। এরপর বুধবার বিকেলে মুরাদনগর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ চাঁদপুর থেকে ডুবুরি দল এনে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। চার সদস্যের ডুবুরিদল অভিযান চালিয়ে ওইদিন রাতে নদী থেকে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।
মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম বলেন, বুধবার রাতে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন