নাটোরের বাগাতিপাড়ায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে এক আট বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউপি সদস্যকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় মামলা হয়েছে।
শিশুর পরিবার জানায়, স্বামীর অকাল মুত্যুতে ভিক্ষা করে সংসার চালায় শিশুটির মা। গত ২৫ নভেম্বর সকাল সাড়ে এগারটার দিকে নিজ বাড়ি থেকে মায়ের সাথে পার্শ্ববর্তী আস্তিকপাড়া গ্রামে ফুপুর বাড়িতে যাচ্ছিল শিশুটি। এসময় ফুপুর বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে ইউপি সদস্য আমিন সরকার কিছুদূর গিয়ে কৌশলে শিশুটিকে সাইকেল থেকে নামিয়ে আমবাগানে যৌন নির্যাতন করে।
তবে এ ঘটনায় ইউপি সদস্য আমিন সরকারের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, ঘটনার এক সপ্তাহ পরে ভুক্তভোগী পরিবার থানায় মৌখিকভাবে জানায়। এ ব্যাপারে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় বুধবার মামলাটি গ্রহণ করা হয়। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/শফিক