৫ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৮

নেত্রকোনায় বিজ্ঞান মেলা সমাপ্ত

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় বিজ্ঞান মেলা সমাপ্ত

নেত্রকোনার দুর্গাপুরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। 

বৃহস্পতিবার মেলার সমাপনী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন সামগ্রী ঘুরে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই সময় সুসং সরকারী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মুবতাসিন আলম মারুফের উদ্ভাবিত ইন্টারনেট ব্যবহারের ৩৬০ ব্রাউজারের উদ্বোধন করা হয়। 
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০ টি স্টল বসে। এর মাঝে দুটি বিভাগে সুসঙ্গ আর্দশ বিদ্যানিকেতন ও সুসং সরকারী মহাবিদ্যালয়কে তথ্য প্রযুক্তির বিভিন্ন সামগ্রী প্রদর্শন করায় প্রথমস্থান অধিকারের পুরস্কার দেয়া হয়। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর