৫ ডিসেম্বর, ২০১৯ ২০:২৭

শরীয়তপুরে শুরু হয়েছে অবৈধ ইটভাটা উচ্ছেদ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে শুরু হয়েছে অবৈধ ইটভাটা উচ্ছেদ

শরীয়তপুর সদর উপজেলার আটং গ্রামে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। এসময় অনুমতি না থাকায় একটি ইটভাটা ভেঙে ফেলার নির্দেশ দেয়াসহ ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান শেখ ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক মো. তুহিন আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় ইটভাটা তৈরি, ইট বানানো ও পোড়ানোসহ কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেনি একটি ইটভাটার ম্যানেজার। এসময় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে ইটভাটা তৈরি এবং পরিবেশ আইনে ২ লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি ভেঙে ফেলার নির্দেশ দেন।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান শেখ জানান, সারাদেশে অবৈধভাবে চালানো ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছি। 
একটি ইটভাটার কোনো প্রকার লাইসেন্স না থাকায় তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয় ও ইটভাটাটি ভাঙার কার্যক্রম চলছে। 

ভ্রাম্যমাণ আদালতে সহযোগী পুলিশের নেতৃত্বে ছিলেন এসআই আতাউর রহমান।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর