৫ ডিসেম্বর, ২০১৯ ২০:৩৩

বোয়ালমারীতে ৫ নারী পেলেন জয়িতা পুরস্কার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে ৫ নারী পেলেন জয়িতা পুরস্কার

ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সামাজিকভাবে সফল ৫ নারী পেলেন জয়িতা পুরস্কার ২০১৯।

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বোয়ালমারী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা হলরুমে সফল জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল ও সার্টিফিকেট তুলে দেন ফরিদপুর-১ আসনের এমপি মুনজুর হোসেন। 

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজের বিভিন্ন বাধা উপেক্ষা করে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ও হার না মেনে অদম্য গতিতে এগিয়ে যাওয়া বোয়ালমারী উপজেলার ৫ জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের আফরোজা আক্তার লিমা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নড়াইল এম এ মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফিরোজা খানম, সফল জননী ক্যাটাগরিতে নানা প্রতিকুলতায় ৪ সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষা দানকারী জননী মরিয়ম খানম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে  জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে বোয়ালমারী পৌরসভার বাহিরবাগ গ্রামের শওকত আলীর কন্যা সালমা পারভীন ও সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় বোয়ালমারী উপজেলার ভাইস চেয়ারম্যান মোছাঃ রেখা পারভীনকে এ পুরস্কার ভূষিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বোয়ালমারী পৌর মেয়র মোজাফফর হোসেন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর