শিরোনাম
৫ ডিসেম্বর, ২০১৯ ২২:১৩

বোয়ালমারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে ধ্বংস

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের তিনটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ফার্মেসিগুলোতে চিকিৎসকের জন্য বরাদ্দ করা নমুনা ওষুধসহ অননুমোদিত ওষুধ সংরক্ষণের অভিযোগে বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারের জামে মসজিদ সড়কে অবস্থিত স্বর্ণা ফার্মেসি ও ওয়াপদা মোড়ের কাজী হারুন শপিং কমপ্লেক্সে অবস্থিত মিজান ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে যথাক্রমে তিন হাজার ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং শহরের প্রধান সড়কে অবস্থিত রায় ফার্মেসিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। 
তিনটি ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় সেগুলো জব্দ করে নিজ নিজ দোকানের সামনে পুড়িয়ে ধ্বংস করে অভিযান পরিচালনাকারী দল। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর