৮ ডিসেম্বর, ২০১৯ ১৩:১৮

গলাচিপায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ। 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম মিয়া, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত প্রমুখ।

বিজ্ঞান মেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ১২টি স্টলে শিক্ষার্থীরা নিজেদের তৈরিকৃত প্রজেক্ট প্রদর্শন করে। এসব প্রজেক্টের সুবিধা-অসুবিধা নিয়ে শিথক্ষার্থীরা আগত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর