৯ ডিসেম্বর, ২০১৯ ১৭:৫২

মেহেরপুরে ব্যক্তি উদ্যোগে ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে ব্যক্তি উদ্যোগে ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি

মেহেরপুরে টিসিবির পিয়াজ জেলা প্রশাসকের সহযোগিতায় ব্যক্তি উদ্যোগে খোলাবাজারে বিক্রির উদ্যোগ নিয়েছেন আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ী।

মেহেরপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেহেরপুর টিসিবির ডিলাররা খোলাবাজারে পিয়াজ বিক্রিতে জেলা প্রশাসকের কাছে অপারগতা প্রকাশ করেছে। এতে মেহেরপুর জেলা প্রশাসকের ক্ষমতাবলে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে পিয়াজ তুলে খোলাবাজারে বিক্রির অনুমতি দিয়েছে।  এ ছাড়াও তিনি মেহেরপুর জেলার ১২ জন ডিলারের ডিলারশিপ বাতিলের জন্য শুপারিশ করেছেন।

এ দিকে আজ সোমবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সরকার নির্ধারিত ৪৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি শুরু করেন। জেলা প্রশাসক মো. আতাউল গনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ  সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো তৌফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

টিসিবির মেহেরপুর জেলায় যে ১২ জন ডিলার তাদের ডিলারশিপ  হারাচ্ছেন তারা হলেন, মেহেরপুর শহরের বোস পাড়ার মেসার্স আশিকুজ্জামান সবুজ, সদর উপজেলার গোভীপুরের মেসার্স শঙ্কর এন্টারপ্রাইজ, পিরোজ পুরের সাগর ট্রেডার্স, কুতুবপুর মনোহরপুরের ফারুক ট্রেডার্স, মেহেরপুর শহরের কলেজ সড়কের স্বপ্নচ‚ড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, গাংনী উপজেলার বামুন্দি বাজারের জামান ট্রেডার্স, সততাএন্টারপ্রাইজ, গাংনী বাজারের আরিফ এন্টারপ্রাইজ, মুজিবনগর কেদারগঞ্জ এর এম আর এন্টারপ্রাইজ, দারিয়াপুরের রিফা এন্টারপ্রাইজ, মোনাখালী ইসমাইল এন্টারপ্রাইজ এবং ভবেরপাড়া তুমি ট্রেডার্স।

 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর