শিরোনাম
১০ ডিসেম্বর, ২০১৯ ২২:৩৪

এডিসিকে দেখে মাটির ট্রাক ফেলে পলায়ন!

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা :

এডিসিকে দেখে মাটির ট্রাক ফেলে পলায়ন!

মঙ্গলবার বিকাল বেলা। গোমতী নদীর পাড় ধরে অফিসে ফিরছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)। কুমিল্লা সদর উপজেলার দূর্গাপুর এলাকায় এসে নির্বিচারে নদীর চরের মাটি কাটতে দেখে গাড়ি থামান। তাকে গাড়ি থামাতে দেখে মাটি কাটা শ্রমিক ও ট্রাক চালক পালিয়ে যান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরুজ্জামানকে নদীর পাড়ে দেখে স্থানীয়রা অভিযোগ করেন, নির্বিচারে মাটি কাটার ফলে নদীর পাড় ভেঙে পড়ছে, চরের ফসলী জমি ও নদী নষ্ট হচ্ছে। এছাড়া মাটি পারাপার করার কারণে নদী পাড়ের সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরুজ্জামান বলেন, আমাদের দেখে চালক মাটিভর্তি ট্রাক ফেলে পালিয়ে যায়। নদীর পাড়, চরের ফসলী জমি ও সড়ক রক্ষায় অবৈধ মাটি কাটা থামাতে হবে। এজন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর