মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার সকালে গবীর ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার সদর ইউনিয়ন ও কালাপুর ইউনিয়নে এক হাজার মানুষকে কম্বল দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ওসি আব্দুছ ছালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ছালিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, প্রচার সম্পাদক শেরজাহান আলী শেজু প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম