১১ ডিসেম্বর, ২০১৯ ১৬:১৪

বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পেল স্কুলছাত্রী

ঝালকাঠি প্রতিনিধি

বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পেল স্কুলছাত্রী

প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে এক স্কুলছাত্রী। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার নারকেলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই স্কুলছাত্রী উপজেলার নারিকেল বাড়িয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ৮৪ নং দক্ষিণ নারিকেল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পিইসি পরীক্ষার্থী। 

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিয়ের অনুষ্ঠানে অভিযান চালায়। নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বরসহ লোকজন পালিয়ে যায়। এ সময় বিয়ের আয়োজনের মূলহোতা বরের খালা মোসা. লাভলু বেগম (৪৫) ও বরের ভাই ছোট সজিবকে আটক করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ের আয়োজনের মূলহোতা লাভলু বেগম ও বরের ভাই সজিকে আটক করি। আটক লাভলু বেগমকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও সজিবকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর