১১ ডিসেম্বর, ২০১৯ ১৬:২১

স্কুল-কলেজে যৌন হয়রানি রোধে ‘আমার কথা’ বাক্স উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি :

স্কুল-কলেজে যৌন হয়রানি রোধে ‘আমার কথা’ বাক্স উদ্বোধন

স্কুল-কলেজে যৌন হয়রানি রোধে শিক্ষার্থীদের মনের কথা বলার জন্য ‘আমার কথা’ নামের বাক্স উদ্বোধন করা হয়েছে নংসিংদীতে। বুধবার জেলার পুলিশ সুপার কার্যালয়ে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের উদ্যোগে এর উদ্বোধন করা হয়। এর পাশাপাশি সচেতনতামূলক স্টিকারের মোড়ক উম্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম, পিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ।

পুলিশ সুপার বলেন, নরসিংদী জেলায় নারী নির্যাতন নিয়ে কাজ করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সার্বিক সহযোগিতা আমি করব, আমরা সবাই সচেতন থাকবো যে, মেয়ে শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের নির্যাতনের মুখে না পড়তে হয়। তিনি এ বিষয়ে গোলটেবিল বৈঠক করার প্রস্তাব দেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আসাদুজ্জামান খোকন, যুগ্ম আহ্বায়ক রায়হানা সরকার, মোস্তাক ভূঁইয়া, নাদিম, পল্টন মিজানুর রহমান ও হৃদয় প্রমুখ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর