১৬ ডিসেম্বর, ২০১৯ ১৩:১২

বাগেরহাটে উপজেলা পর্যায়ে টিসিবি’র পিয়াজ বিক্রি শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে উপজেলা পর্যায়ে টিসিবি’র পিয়াজ বিক্রি শুরু

পিয়াজের বাজার নিয়ন্ত্রণ ও দাম ভোক্তাদের সাধ্যের মধ্যে রাখেতে মহান বিজয় দিবসের দিন থেকে বাগেরহাটের উপজেলা পর্যায়েও পিয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।

সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজরে এই পিয়াজ বিক্রি শুরু হয়। সকাল থেকেই ৪৫ টাকা দরে পিয়াজের টিসিবির দোকানের সামনে আগ্রহী ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। সুষ্ঠভাবে পিয়াজ বিক্রি নিশ্চিত করতে পুলিশ ও উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে এই পিয়াজ বিক্রি হয়। 

এদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাত্র এক কেজি পিয়াজ প্রাপ্তিতে অনেক ক্রেতা অসন্তোষ প্রকাশ করেছেন। ক্রেতারা জানান, পিয়াজের সাথে ডাল, চিনি, তেলও সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আমরা চাই সরকারের সহযোগিতার এ ধারা অব্যাহত থাকুক।

টিসিবি’র স্থানীয় ডিলার জিয়াউল আহসান জানান, আমরা প্রতিদিন জনপ্রতি দুই কেজি করে এক হাজার লোকের কাছে পিয়াজ বিক্রি করতে পারবো। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর