বরিশালের বাকেরগঞ্জে র্যাবের অভিযানে আটক ভুয়া ডেন্টাল চিকিৎসক ও অসাধু মেডিকেল টেকনিশিয়ানকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে অভিযানের সময় ওই উপজেলার কালিগঞ্জ বাজার এলাকার শাহানারা ডেন্টাল ক্লিনিক সিলগালা করে দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভুয়া ডেন্টাল চিকিৎসক শামীম হোসেন ও অসাধু টেকনিশিয়ান মো. সুজন। তাদের বিকেলেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফজলে রাব্বির সহায়তায় এই অভিযান পরিচালত হয় বলে র্যাব-৮’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাকেরগঞ্জে একজন ভুয়া ডেন্টিস্ট চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা এবং বাকেরগঞ্জ উপজেলার সদর রোড এলাকায় পলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেশিনপত্র ছাড়া বিভিন্ন ধরণের রোগের পরীক্ষা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কালিগঞ্জ বাজারের শাহানারা ডেন্টাল ক্লিনিক থেকে ভুয়া চিকিৎসক শামীম আহম্মদকে এবং উপজেলা সদরের পলি ডায়াগনস্টিক সেন্টার থেকে কথিত টেকনিশিয়ান মো. সুজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. সাইফুল ইসলাম তাদের ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং শাহানারা ডেন্টাল ক্লিনিক সিলগালা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম