নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নতুন বছরের প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের শিফা ইন্টারন্যাশনাল স্কুল, শিমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়, তাঁতখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুল আজিজ বিদ্যানিকেতন, তানযীমুল উম্মাহ মাদ্রাসা ও জ্ঞানের আলো স্কুলসহ সিদ্ধিরগঞ্জের স্কুল-মাদ্রাসাগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সাংবাদিক খলিলুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক লুৎফর রহমান কাকন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, যুগ্ম সম্পাদ আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ শাহীন, সাংবাদিক এমরান আলী সজীব, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক আসলাম মিয়া, মনির হোসেন হেলালী, সাংবাদিক হাসান মজুমদার বাবলু, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর, শিফা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আফজাল হোসেন, সাংবাদিক আরিফ হোসেন, ইমন হোসেন, খন্দকার হাফেজ আহমেদ, আলমগীর হোসেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ