জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে জেলা ছাত্রদলের র্যালির শুরুতে পুলিশের সাথে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের লিলি মোড় এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির শুরুতে পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন-জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাইম আদনান কমল, ছাত্র নেতা আফছার আলী শাহিন, জামাল ভারভেজ খোকা, সাবিক হোসেন ও হাসিব ইসলাম।
জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে লিলি মোড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্ততি নেয়। ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. রুবেল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, সহ-সভাপতি সাদিব বিন নাসির, গোলাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, প্রচার সম্পাদক নো. নয়ন, ছাত্রদল নেতা শুভসহ শতাধিক নেতাকর্মী র্যালির চেষ্টাকালে পুলিশ বাধা দেয়। এসময় তাদের সাথে পুলিশের দুই দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়ে মিছিলকারীরা। এ সময় পুলিশ ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করে।
কোতয়ালী থানার পরিদর্শক বজলুর রশিদ (তদন্ত) জানান, আটক ৫ নেতাকর্মীর বিরুদ্ধে বেআইনিভাবে ধ্বংসাত্মক কাজে জড়ানোর পরিকল্পনার অভিযোগে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম